এনসিসি গঠনের প্রস্তাব নাহিদের, বিএনপির নাকচ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দে বিশেষ প্রতিনিধি ঢাকা, পি ক্রাইম নিউজ প্রতিদান এল এস বি মিডিয়া নিউজ কোম্পানি কর্তৃক প্রকাশিত। সত্য ঘটনা অবলম্বনে একতাবদ্ধ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে রাজনৈতিক দলগুলোকে মত দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিসি গঠনের প্রস্তাবে বিএনপি আগের মতোই একমত নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে পৃথক আলাপকালে এসব কথা বলেন। সাংবোদিকদের কাছে নাহিদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা মনে করি যারা এনসিসি গঠনের বিপক্ষে, তারা মূলত একটি ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই থেকে যেতে চান। তিনি জানান, এনসিপি শুরু থেকেই এনসিসি গঠনের প্রস্তাবকে সমর্থন দিয়ে এসেছে। তবে গঠনের কাঠামো ও প্রক্রিয়া নিয়ে কিছু গঠনমূলক মতভেদ রয়েছে। বিশেষ ...