ব্রাহ্মণপাড়ায় ছোটবোনকে হত্যা বড়বোন গ্রেফতার ব্রাহ্মণপাড়া ছোটবোনকে হত্যার দায়ে বড়বোনকে গ্রেফতার করে পুলিশ গাজী মোস্তফা কামাল।। জেলা প্রতিনিধি কুমিল্লা,, পি ক্রাইম নিউজ রবিবার,,০৯,১১,২০২৫ খ্রিস্টাব্দে পি ক্রাইম নিউজ ২০২৫ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় আরসি (৮) নামে ছোট বোনকে হত্যা করলো আপন বড় বোন। গতকাল ৮ নভেম্বর (শনিবার) বিকালে উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরসি উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের মোঃ সোহেলের ছোট মেয়ে।আর হত্যাকারী ঘাতক আপন বড় বোন সাদিয়া আরেফিন আলবি( ১৬)। নিহতের দাদী ফাতেমা আক্তার জানান, আরসি ও আলবির বাবা ও মা উভয়ে চট্রগ্রাম থাকেন। যার কারণে তারা আমার কাছে থাকে। ঘটনার দিন দুপুরে আরসি খাবার খাওয়ার পর তাকে আমার বসত ঘরে ঘুম পাড়িয়ে রাখি। কিছু সময় পর আমি বাহির থেকে ঘরে প্রবেশ করে দেখতে পাই আরসির অস্বাভাবিক অবস্থায় বিছানায় পরে আছে। এবং তার গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক ভাবে আমার ডাকচিৎকারে আরসির চাচা আনোয়ার হোসেন আরসিকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্ত...