বেক্সিমকো শ্রমিক এর কথা
বেক্সিমকো সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সহ ঐক্যবদ্ধভাবে বেক্সিমকো নিজস্ব সান সিটিতে সমাবেশ করেছে আজ ২১/০১/২০২৫ তারিখে । উক্ত সমাবেশে শ্রমিক বৃন্দ অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন জানায় ৪২ হাজার শ্রমিক সম্মিলিতভাবে। বেক্সিমকো শ্রমিকের দাবি তাদের সকল প্রতিষ্ঠান সচল করে দেওয়ার জন্য আহ্বান জানাই, বক্তারা আরো বলে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিঃশর্তে মুক্তি চায়। শ্রমিকের দাবি ব্যাংক একাউন্ট সহ সকল এলসি সচল করার আহ্বান জানায় সরকারের কাছে।
পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার।
আমরা সরকারের নিকট বিনিতো অনুরুদ করবো ৪২ হাজার লোকের কর্মসংস্থান নষ্ট করে দিবেন না,
ReplyDelete