বেক্সিমকো গ্রুপ



মঙ্গলবার  ২১ জানুয়ারি ২০২৫ গাজীপুর প্রতিনিধি 

পোশাক খাত অস্থিতিশীল  বেক্সিমকোর
বেক্সিমকো গ্রুপের  সকল কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক সমন্বয়ে । আজ বিশাল সমাবেশের আয়োজন করেছে 
এই সমাবেশে ৪০ হাজার শ্রমিক অংশগ্রহণ করিবে তথ্য পাওয়া গেছে শ্রমিকের দাবি আদায়ের জন্য এই সমাবেশের আয়োজন করেছে। 
এই সমাবেশের কারণে  ঢাকার আটপাড়া যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  গত সমাবেশে শ্রমিক নেতারা বলেন  সরকারের কাছে দাবি জানাই তাদের সকল প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য। কোম্পানির এল, সি ও একাউন্ট খুলে দেওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাই শ্রমিকরা। আরো জানায়  সালমানের রহমানের মুক্তি আজকের দুইটার সমাবেশে  শ্রমিক বৃন্দ কি নির্দেশনা দেয় জানতে হলে অপেক্ষায় থাকেন। 
পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার সাথে। 


Comments

Popular posts from this blog

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ২০০০ ব্যাচ ২৫ বছর পুর্তি উদযাপন

ধানমন্ডি ৩২ নং বাড়িটি ভেঙে ফেলছে