কিশোর গ্যাং আতঙ্কে বাংলাদেশ জনগন 🖊️

আপডেট নিউজ /বিশেষ প্রতিনিধি ক্রাইম🖊️ ১৮/০২/২০২৫
কিশোর গ্যাংকের আতঙ্কে বাংলাদেশ 🇧🇩 নিরাপত্তা চাই সকলে। 


 রাজধানীর উত্তরায় রিকশা থামিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নং রোডে এই ঘটনা ঘটে। এরই মধ্যে দা দিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, সাদা ও জলপাই রংয়ের শার্ট পরিহিত দুই যুবক এক নারী ও এক পুরুষ পথচারীকে দেশীয় দা হাতে কোপাচ্ছে।

ঘটনার পর পরেই দম্পতিকে কোপানো দুইজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) জিজ্ঞাসাবাদ চলছে। 

সাধারণ জনগণ পথচারী সবাই নিরাপত্তা চাই সরকারের কাছে। 🎤

আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ 🌎

https://pcrimenews.blogspot.com/2025/02/blog-post_18.html  🌏🖥️

Comments

Popular posts from this blog

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ২০০০ ব্যাচ ২৫ বছর পুর্তি উদযাপন

ধানমন্ডি ৩২ নং বাড়িটি ভেঙে ফেলছে