ছাত্রদের নতুন দল, (উপদেষ্টার পদত্যাগ)

* ১৮/১৯ ফেব্রুয়ারি নাহিদের পদত্যাগ
* ২০ ফেব্রুয়ারি ছাত্রসংগঠন ঘোষণা 🎤
* ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণার সম্ভাবনা🎤
* শহীদ মিনারে ৫১-১০০ সদস্যর বিশিষ্ট নাম প্রকাশ করা হবে। 🎤


আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার। 🖊️

https://pcrimenews.blogspot.com/2025/02/blog-post_57.html 🌎🖥️

জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে বাংলাদেশে 🇧🇩আরো এক নতুন রাজনৈতিক দল চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা আসছে। দলগঠনের প্রক্রিয়ায় যুক্ত থাকা বিশ্বস্ত সূত্রগুলো বলছে, এক দফা আন্দোলনের ঘোষক ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ইসলাম আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি পদত্যাগ করে নতুন দলে যুক্ত হচ্ছেন।

তিনি এই দলের আহবায়ক হচ্ছেন এটা প্রায় চুড়ান্ত। সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। আগামী ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণার প্রাথমিক তারিখ রাখা হয়েছে। একই সঙ্গে ২৫/২৬ তারিখের বিষয়েও ফোরামে আলোচনা হয়েছে।

Comments

Popular posts from this blog

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ২০০০ ব্যাচ ২৫ বছর পুর্তি উদযাপন

ধানমন্ডি ৩২ নং বাড়িটি ভেঙে ফেলছে