নতুন ছাত্র সংগঠন 🎤 নাম প্রকাশ ও কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: বিশেষ প্রতিনিধি 🖊️পি ক্রাইম নিউজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫
[ বিপ্লবী ছাত্রশক্তি ] সংগঠন
________________
একটি নতুন ছাত্র সংগঠন, যা রূপরেখা প্রণয়নের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এটি কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। 🎤
সংগঠনটির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন ও দেশপ্রেমের চিন্তা-ভাবনা ছড়িয়ে দেয়া, যার মূল প্রতিপাদ্য হবে "স্টুডেন্ট ফার্স্ট, 🇧🇩বাংলাদেশ ফার্স্ট"।
নতুন এই সংগঠনের নেতৃত্বের মধ্যে থাকতে পারে কিছু পরিচিত ছাত্রনেতা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন। সংগঠনটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে 'বিপ্লবী ছাত্রশক্তি' রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটিতে ২৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি থাকবে, এবং সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জন্য আলাদাভাবে কমিটি গঠন করা হবে।
সংগঠনটির শীর্ষ পদ:
১. আহ্বায়ক
২. সদস্য সচিব
৩. মুখপাত্র
৪. মুখ্য সংগঠক
এই সংগঠনটি বেশ কিছু নতুন দিক নিয়ে কাজ করতে যাচ্ছে। যেমন, কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সর্বোচ্চ সাত বছরের সময়সীমা থাকবে। চাঁদার ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হবে।
নেতৃত্বের আলোচনায় রয়েছে:
আহ্বায়ক পদে আবু বাকের মজুমদার ও আবদুল কাদের।
সদস্য সচিব পদে জাহিদ আহসান ও তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী।
মুখপাত্র পদে আশরেফা খাতুন, রাফিয়া রেহনুমা হৃদি।
মুখ্য সংগঠক পদে জাহিদ আহসান, তাহমিদ আল মুদ্দাসসির, আল আমিন সরকার ও হাসিব আল ইসলাম।
এছাড়া, নতুন ছাত্র সংগঠনটি নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব দেবে, এবং মুখপাত্র পদে নারী শিক্ষার্থীদের এগিয়ে রাখার কথা বলা হয়েছে।
নতুন সংগঠনটির উদ্দেশ্য মেধাভিত্তিক সমাজ গঠন এবং সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার জায়গা থেকে রাজনীতি করার। তারা আদর্শিক এবং সাংস্কৃতিক কট্টরপন্থী অবস্থানকে পরিহার করে মধ্যমপন্থী অবস্থান গ্রহণ করবে।
এছাড়া, নতুন কমিটি তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে এবং ঘোষণা কবে হবে, সে বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন যে খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে। 🖨️
নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার। ২০২৫ 🌎🖥️
https://pcrimenews.blogspot.com/2025/02/blog-post_69.html 🌎
https://www.youtube.com/@protidanlsbtv2508
https://www.youtube.com/@protidanlsbtv2508
ReplyDelete