মা সমাবেশ ফজলুর রহমান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
মা ও অভিভাবক সমাবেশ আয়োজন করেছে ৮৬ নং ফজলুর রহমান মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল ১০ ফেব্রুয়ারি ২০২৫ স্কুলটির নিজস্ব ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেরদৌসী বেগম জেলা শিক্ষা অফিসার dpeo নারায়ণগঞ্জ। সভাপতিত্ব করিবেন অত্র স্কুলের প্রধান শিক্ষিকা জনাবা, পরিভানু আক্তার ফজলুর রহমান মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়। অএ বিদ্যালয়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এই অনুষ্ঠানটি আগামীকাল সরাসরি সম্প্রচারিত করা হবে।
মিডিয়া পার্টনার
protidan social bd. tv online live tv
https://pcrimenews.blogspot.com/2025/02/blog-post_9.html 🌍
Comments
Post a Comment