ঈদ সামগ্রী বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা কুদরেত আলম রিপন
আপডেট নিউজ / বিশেষ প্রতিনিধি ঢাকা মো: জুয়েল মিয়া, ভিডিও চিত্রে : আব্দুস সালাম জয় পি ক্রাইম নিউজ ২৩ মার্চ ২০২৫ / ফাল্গুন - চৈত্র ১৪৩১ দিন রবিবার শাবান - রমজান - শাওয়াল ১৪৪৬ হিজরী ২২ রমজান। 🕋🌙
---------------_-_-_-_- --------------------------------
বিজ্ঞাপন : প্রতিদান লাল সবুজের বাংলাদেশ নিজের রক্ত দিন অন্যকে রক্তদানের উৎসাহিত করুন। 🔥বীর মুক্তিযোদ্ধা কুদরতে আলম রিপন এর পক্ষ থেকে গরিব অসহায় খেটে খাওয়া মানুষের মাজে। ঈদ সামগ্রী বিতরণ ২২মার্চ ২০২৫ দিন শনিবার রাত আট টায় দেওয়া শুরু করে কুদরতে আলম রিপন বলে। আমার বাপ-দাদার ঐতিহ্য সেই মোতাবেক আমি প্রতিবছর গরিব অসহায় মাজে ইদ সামগ্রী বিতরণ করে থাকি আল্লাহ পাকের ইচ্ছায়। ইদ সামগ্রী বিতরণ করা হয় কুদরতে আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ৩৪ মদন পাল লেন বিসিসি রোড নবাবপুর রোড ঢাকা।
অসহায় ব্যক্তিদের মাঝে মানবিক ঈদ সামগ্রী সহায়তা প্রদান করছে। বীর মুক্তিযোদ্ধা কুদরতে আলম রিপন
Comments
Post a Comment