অটো রিকশা চালক খাদে পড়ে মৃত্যুবরণ করে

 আপডেট নিউজ : গাজী মোস্তফা কামাল  জেলা প্রতিনিধি কুমিল্লা  ২০ এপ্রিল  ২০২৫ /  বৈশাখ ১৪৩২ / হিজরী ১৪৪৬

এলাকায় শোকের ছায়া 

অটো রিক্সা খাদে পড়ে ব্রাহ্মণপাড়ার চালকের মৃত্য 




গাজী মোস্তফা কামাল পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার 


ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকুই গ্রামের আল আমিন (৩০) নামে এক অটো রিক্সা চালক  গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকালে অটো রিক্সা নিয়ে বুড়িচং যাওয়ার পথে নোয়াপাড়া নামক স্থানে অটো রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, ঘটনা দিন সকালে সাহেবাবাদ বাজার থেকে অটো রিক্সা করে পিয়াজ বুঝাই বুড়িচং যাচ্ছিলেন আল আমিন।বুড়িচং  নোয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা নিয়ে খাদে পড়ে যায় সে। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। অটো রিক্সাচালক আল আমিন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই মিজান চেয়ারম্যানের বাড়ির রোমান মিয়ার একমাত্র ছেলে। অটো রিক্সাচালক আল আমিনের নামাজে জানাজ একই দিন বাদ মাগরিব  নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে তার মৃত্যুতে এলাকায় শোকের  ছায়া নেমে আসে।


আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫ 






Comments

Popular posts from this blog

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ২০০০ ব্যাচ ২৫ বছর পুর্তি উদযাপন

ধানমন্ডি ৩২ নং বাড়িটি ভেঙে ফেলছে