নতুন দলের আত্মপ্রকাশ রাজনৈতিক দল শীঘ্রই আসছে আত্মপ্রকাশের মাধ্যমে
আপডেট নিউজ: বিশেষ প্রতিনিধি ঢাকা ০৯ এপ্রিল ২০২৫ বুধবার ফাল্গুন - চৈত্র ১৪৩১ / ১৪৪৬ হিজরী
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে
বাংলাদেশ জনগণের দল
-------_______--------_______----------_______---------
বিজ্ঞাপন : প্রতিদান লাল সবুজের বাংলাদেশ নিজের রক্ত দিন অন্যকে রক্তদানে উৎসাহিত করুন। মানবতার সেবায় স্বেচ্ছাসেবী সংঘর সংস্থা। ১৯৯৮ সাল থেকে পথ চলাবাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
সেই রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জনগণের দল, নতুন রাজনৈতিক দলের
সাধারণ সম্পাদক এইচ,এম,রেজাউল করিম খোকন
সাথে একান্ত আলাপে তিনি বলেন রাজনৈতিক স্বার্থে নয়। দেশের স্বার্থে উন্নয়নে আমাদের দল কাজ করতে একতাবদ্ধ। আমাদের দলের মার্কা হবে বাংলাদেশের উনিশ কোটি জনগণের আশা ভরসা মার্কা হবে ঝাড়ু যা দিয়ে সবকিছু পরিষ্কার করে দেওয়া হবে। আমাদের দলের মূল লক্ষ্য।
Comments
Post a Comment