মডার্ন হারবাল গ্রুপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত নিজস্ব ভবনে ২০২৫

 আপডেট নিউজ : বিশেষ প্রতিনিধ ঢাকা পি ক্রাইম নিউজ । 

১৫ মে ২০২৫ খ্রিস্টাব্দে  বুধবার  

প্রতিদান এল এস বি   /  মিডিয়া নিউজ কোম্পানি 

মডার্ন হারবাল গ্রুপ আয়োজিত  একদিনের  স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং  আয়োজন করে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক ও হারবাল গ্রুপের  চেয়ারম্যান জনাব,  ড: আলমগীর মতি   বিশেষ অতিথি জনাব, ইসবার শামীম দেওয়ান  সবেক এএসপি  বাংলাদেশ পুলিশ।  প্রধান আলোচক  জনাব,  আবি আব্দুল্লাহ  সাবেক সচিব  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 
আমন্ত্রিত অতিথি জনাব,  রেজাউল করিম খোকন  উপদেষ্টা সদস্য  প্রতিদান  এল এল বি মানবতার সেবায় স্বেচ্ছাসেবী সংস্থা। 
 মর্ডান হারবাল গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে  বিশিষ্ট চিকিৎসক সমাজ সেবক মর্ডান হারবাল গ্রুপের কর্ণধার  জনাব,  ডাক্তার আলমগীর মতি 

ডক্টর জনাব আলমগীর মতির  সঙ্গে  স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অনুষ্ঠানে ২০২৫  জনাব,  মোহাম্মদ জুয়েল মিয়া  সভাপতি প্রতিদান এল এস বি  মানবতার সেবায় স্বেচ্ছাসেবী সংস্থা, ও মীর মাহমুদা সাথী  অর্থ সম্পাদক  প্রতিদান এল এস বি। 
মডার্ন হারবাল গ্রুপের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং  প্রোগ্রামে ২০২৫  দিকনির্দেশনা মূলক  বক্তব্য   রাখছেন প্রধান আলোচক  জনাব, আবি - আব্দুল্লাহ সবেক সচিব  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 






একদিনের ট্রেনিং কর্মশালায়  মডার্ন হারবাল গ্রুপের  কর্মকর্তারা বিভিন্ন প্রকারের ব্যবসায়ী দিকনির্দেশনা প্রদান করে। অনুষ্ঠান  ১৪/ ০৫/২০২৫ তারিখ রোজ বুধবার অনুষ্ঠিত হয় মগবাজার মর্ডান  হারবাল  গ্রুপের নিজস্ব অডিটরিয়ামে  বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ডেভলপমেন্ট ট্রেনিংয়ে  হাতে কলমে জানার জন্য আসে শিক্ষার্থী। 

আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫ 




Comments

Popular posts from this blog

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ২০০০ ব্যাচ ২৫ বছর পুর্তি উদযাপন

ধানমন্ডি ৩২ নং বাড়িটি ভেঙে ফেলছে