জাতীয় অর্থোপেডিক হাসপাতালের বেহাল অবস্থা ঢাকা ( পঙ্গু হাসপাতাল )
আপডেট নিউজ : বিশেষ প্রতিনিধি ঢাকা পি ক্রাইম নিউজ সত্য ঘটনা অবলম্বনে একতাবদ্ধ ০৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার,
প্রতিদান এল এস বি / মিডিয়া নিউজ কোম্পানি
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ঢাকা বাংলাদেশের সকল জেলা থেকে এখানে লোক আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। দালালে ভর্তি হাসপাতাল দেখার কেউ নেই অসহায় নির্বিকারে সেবা কারি মানুষ। এই হাসপাতালে আনসার বাহিনী সেবা নেওয়ার জন্য যারা আসে তাদেরকে সেবা ব্যবস্থা করে দেয়। সিরিয়ার এর কোন ঠিক ঠিকানা নেইমার মুখি হয় সবার সামনে টাকার বিনিময়ে হাসপাতালের কিছু স্টাফ সিরিয়াল আগ পিস করে। তাদেরকে কোন কিছু বলতে গেলে যে তার সাথে খারাপ ব্যবহার করে।
সিরিয়াল টিকিট নেওয়ার পরে ডাক্তারকে দেখানোর জন্য অবস্থান করছে রোগীরা। ঢাকা পঙ্গু হাসপাতালের ছবিসিরিয়াল টিকিট নেওয়ার জন্য লাইনে দাড়িয়ে আছে ঢাকা পঙ্গু হাসপাতালের ছবি
জাতীয় পঙ্গু হাসপাতালের ১০ টাকা টিকিট বিক্রি হয় ১০০ টাকা এর কারণ অনেক লোক অসহায় ব্যক্তিকে নিয়ে বিপাকে পড়ে তখনই দালাল বলে আমাকে ১০০ টাকা দিন আগে সিরিয়াল দিয়ে দিব। এমন চলতে গেলে রাষ্ট্রকে কোনভাবে উন্নত করা যাবে না ।
সাধারণ জনগণ চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫
Comments
Post a Comment