।। বাংলার কবি জানে আলম মুনশী কিছু কথা ।।
শুক্রবার ০২ ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে
মোঃ জুয়েল মিয়া ।। বিশেষ প্রতিনিধি ঢাকা
বাংলার গ্রাম মহা লেখক সাহিত্যিক,,
জানে আলম মুনশী এক জন কবি সাহিত্যিকদের নিবেদিতো লেখক প্রাণ ।
বাস্তবমুখী লেখক জানে আলম মুনশীতিনি আাজ শীতের অনুভব করা কবিতা লিখিয়াছেন
বাংলার গ্রাম : কক্সবাজার হতে রচিত করেছেন
শীতের সকাল হলে আমাদের গায়ে।
প্রকৃতির রূপ দেখে নয়ন জুরায়।
গাছে গাছে পাখি ডাকে কি মধুর স্বরে।
সকালের সোনা রোদ ঝিকিমিকি করে।
ফসলের ক্ষেত ভরা শিশিরের কণা।
কুয়াশার চাদরে এঁকেছে আলপনা।
দাঁত হীন মুখে হাসে খেজুরের গাছ।
একদল জেলে ধরে পুকুরের মাছ।
ঝাকে ঝাকে পাখি উড়ে আকাশের গায়।
দল বেঁধে ছোটাছুটি চুনা পুঁটি খায়।
শিশুদের কোলাহল আর নয় ঘরে,
মক্তবে ছুটে যায় আম ছেপাড়া পড়ে।
খেজুরের রস দিয়ে গুড় করে গাছি।
গুন গুন গান গায় একদল মাছি।
টাকায় মিঠে না কভু প্রকৃতির দাম।
কমনে ভুলিয়া থাকি বাংলার গ্রাম।
আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া ২০২৬


Comments
Post a Comment