Posts

Showing posts from April, 2025

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন যানবাহন ভ্রাম্যমান আদালত জরিমানা করে

Image
 জেলা নিউজ কুমিল্লা : গাজী মোস্তফা কামাল জেলা প্রতিনিধি কুমিল্লা পি ক্রাইম নিউজ ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে  বুধবার  ১৪৩২ বৈশাখ ১৪৪৬ হিজরী  প্রতিদান  এল এস বি   / মিডিয়া নিউজ কোম্পানি  ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা গাজী মোস্তফা কামাল জেলা প্রতিনিধি কুমিল্লা  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন যানবাহনে কাগজপত্র না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। গতকাল ৩০ এপ্রিল (বুধবার) উপজেলার ব্রাহ্মণপাড়া (সদর) সিএনজি স্টেশনে এ জরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। অভিযানের সহযোগিতা করেন বি আর টি এ এর রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম। প্রশাসন সূত্রে জানা যায়, ট্রাক ও সিএনজির বৈধ কাগজ পত্র না থাকায় যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার (সদর) সিএনজি স্টেশনে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এ সময় ৯ টি সিএনজি ও ১ টি লড়ি ট্রাককে মোট ৩৪ হা...

তিন সাংবাদিকদের অব্যাহতি দিল যার যার প্রতিষ্ঠান

Image
 আপডেট নিউজ : বিশেষ প্রতিনিধ ঢাকা পি ক্রাইম নিউজ ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে বুধবার   ১৪৩২ বৈশাখ ১৪৪৬ হিজরী।  প্রতিদান এল এস বি  /  মিডিয়া নিউজ কোম্পানি  তিন সাংবাদিকদের   অব্যাহতি দিল  ও দীপ্ত টিভির  সম্প্রচার বন্ধ সাময়িকভাবে,  এটিএন বাংলা ও চ্যানেল আইয়ের  সংবাদপত্র সাংবাদিকদের অব্যাহতি দিল   আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫ 

বুড়িগঙ্গের নদীর অবস্থান

Image
  জেলা নিউজ ঢাকা : প্রতিবেদনে  পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২৯ এপ্রিল  ২০২৫ খ্রিস্টাব্দে  মঙ্গলবার  ১৪৩২ বৈশাখ ১৪৪৬ হিজরী প্রতিদান এল এস বি /  মিডিয়া নিউজ কোম্পানি  বুড়িগঙ্গা নদী দিয়ে  নদীমাতৃক দেশে চলাচল করে  এই চিত্রটা তোলা হয়। ফতুল্লা ও কাওটাইল  ঘাট যা অবস্থিত  ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলার সম্মিলিতভাবে  এই ঘাট ব্যবহার করে সাধারণ জনগণ । ঘাট  দিয়ে  কর্মজীবী    স্কুল ও কলেজের সর্বক্ষণ যাতায়াত করে । আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ   মিডিয়া নিউজ পরিবার ২০২৫  

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ

Image
  আপডেট নিউজ : মোঃ জুয়েল মিয়া বিশেষ প্রতিনিধি ঢাকা পি ক্রাইম নিউজ ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে সোমবার ১৪৩২ বৈশাখ ১৪৪৬ হিজরী  প্রতিদান এলএসবি মিডিয়া নিউজ কোম্পানি  বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই  জাতীয় নাগরিক পার্টির  ( NCP) আহবায়ক  নাহিদ ইসলামকে  এই কথাটি নিশ্চিত করেছে  জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের  হাসনাত  আব্দুল্লাহ  তিনি বলেন দেশকে এগিয়ে নেয়ার জন্য নাহিদ ইসলামকে খুবই প্রয়োজন।  আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫

কুমিল্লায় বজ্রপাতে চারজন নিহত

Image
 আপডেট জেলা  নিউজ : গাজী মোস্তফা কামাল  জেলা প্রতিনিধি কুমিল্লা, পি ক্রাইম নিউজ ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে  সোমবার  ১৪৩২  বৈশাখ ১৪৪৬ হিজরী       ১৯৯৮ থেকে পথ চলা       প্রতিদান   এল এস বি   মিডিয়া নিউজ কোম্পানি  কুমিল্লায় বজ্রপাতে চার জন নিহত গাজী মোস্তফা কামাল জেলা প্রতিনিধি কুমিল্লা  কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত কিশোর দুজন হলো, পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। কুমিল্লার মুরাদনগরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুজন কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। এ ঘটনার পর থেকে তারা শ্রবণশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।  নিহতরা হলেন, কোরবানপুর গ্রামের বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূইয়ার ছেলে জুয়েল ভূইয়া। মু...

ডক্টর কামাল হোসেনের ৮৮ তম জন্মদিন উৎসব পালন করলো গণফোরামের নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবে

Image
 আপডেট নিউজ : মো: জুয়েল মিয়া বিশেষ প্রতিনিধি ঢাকা পি ক্রাইম নিউজ ২৮ এপ্রিল ২০২৫  খ্রিস্টাব্দে  সোমবার  ১৪৩২ বৈশাখ / ১৪৪৬ হিজরী, জাতীয় প্রেসক্লাবে  ড. কামাল হোসেনের ৮৮ তম জন্মদিন উৎসব পালন করা হয়   বাংলাদেশ সংবিধানের  প্রণেতা গণফোরমের প্রতিষ্ঠাতা  ড. কামাল হোসেনের ৮৮ তম জন্মদিন উৎসব ২০২৫ গতকাল ২৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে  রবিবাআপডেট নিউজ পেতে ভিজিট করুন র বিকেল  জাতীয় প্রেসক্লাবে  ড. কামাল হোসেনের  ৮৮ তম জন্মদিন উৎসব ২০২৫  পালন করলো গণফোরম এই অনুষ্ঠান ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন  ডঃ কামাল হোসেনের জন্মদিন উপলক্ষে আলোচনা করে।  জন্মদিন উৎসব ঘিরে নানা আয়োজন করেছে সর্বস্তের জনগণ।  আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫ প্রতিদান এল এস বি / protidan lsb  মিডিয়া /নিউজ কোম্পানি 

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে ও চ্যানেল ২৪ কঠোর হুশিয়ার দেয় আন্দোলনরত শিক্ষার্থী।

Image
 আপডেট নিউজ : মোঃ জুয়েল মিয়া বিশেষ প্রতিনিধি ঢাকা পি ক্রাইম নিউজ ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে  সোমবার  ১৪৩২ বৈশাখ ১৪৪৬ হিজরী।  আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সম্মুখে  প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা  বিক্ষোভ  প্রতিবাদ সমাবেশ করে।  চ্যানেল টোয়েন্টিফোর কে জাতির সামনে ক্ষমা চাওয়ার কথা বলে শিক্ষার্থীরা। মিথ্যা প্রচারের জন্য  আন্দোলনের যত শিক্ষার্থীরা বলে  আওমীলীগের দোসরা এখনো দেশ থেকে যায়নি বিভিন্ন সময়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করছে।  শহীদ পারভেজ এর বিরুদ্ধে চ্যানেল ২৪  এর মিথ্যাচারমুলক মিডিয়া বলে। দ্রুত খুনিদের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে গত কাল বিকেলে ২৭ এপ্রিল ২০২৫ তারিখে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।  আপডেট নিউজ  পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার সত্য ঘটনা অবলম্বনে একতাবদ্ধ 

কুমিল্লা ময়নামতিতে ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ

Image
 আপডেট জেলা নিউজ : গাজী মোস্তফা কামাল জেলা প্রতিনিধি কুমিল্লা  ২৭ এপ্রিল  ২০২৫ খ্রিস্টাব্দে রোববার  ১৪৩২ বৈশাখ / ১৪৪৬ হিজরী  কুমিল্লা ময়নামতি সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষ ১ জন নিহত  আহত ২ জন।  গাজী মোস্তফা কামাল জেলা প্রতিনিধি কুমিল্লা   ইউনিয়ন কাটা জাঙ্গাল এলাকায় সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে ১  জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ২ জন।  বুড়িচং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও ময়নামতি হাইওয়ে থানা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনা ঘটেছে আজ দুপর ১২ টার সময়। একজন যাত্রী নিহত  হওয়ার খবর পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার কামারগাও গ্রামের গোলাম মোস্তফা ছেলে সারওয়ার হোসেন। আহত ড্রাইভার ও এক যাত্রী কে গুরুতর রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।    ঘাতক বাস  কুমিল্লা শাসনগাছা থেকে থেকে চলাচল কারী রয়েল কোচ বাসটি আটক করা হয়েছে। হেলাপার ও ড্রাইভার পালিয়ে গেছেন। ময়নামতি হাইওয়ে থানা সাব ইন্সপেক্টর আনিছুর রহমান লাশ উদ্ধার করেন। আহতদের দেখতে কুমেক হাসপাতালে যান।  বাস ও সিএনজি চালকের ড্র...

উপদেষ্টা আসিফ ভুইয়া বলেন আমার বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল করল এলজিডি

Image
 আপডেট নিউজ : মোহাম্মদ জুয়েল মিয়া বিশেষ প্রতিনিধি ঢাকা ২৬ এপ্রিল ২০২৫  খ্রিস্টাব্দে  শনিবার  বৈশাখ ১৪৩২ / ১৪৪৬ হিজরী  প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।  আসিফ ভূঁইয়া উপদেষ্টা  গতকাল রাত ৯ টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার এর কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা-সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেয়ার প্রয়োজনবোধ করলাম।  আমার বাবা একজন স্কুল শিক্ষক। আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যেকোন ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যেকোন লাইসেন্স করতেই পারে। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থ...

মাদক সেবনকারীর তিন জনের মৃত্যু হয় ট্রেনে কাটা পড়ে

Image
 জেলা নিউজ :  গাজী মোস্তফা কামাল  জেলা প্রতিনিধি কুমিল্লা।  পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে  বৃহস্পতিবার  ১৪৩২ বৈশাখ / ১৪৪৬ হিজরী  মাদকক সেবনে কাল হলো ৩ যুবকের বুড়িচংয়ে  ট্রেনে কাটা পড়ে ৩  টুকাই যুবকের মৃত্যু হয়  বিজ্ঞাপন:  প্রতিদান লাল সবুজের বাংলাদেশ   নিজের রক্ত দিন অন্যকে রক্তদানে উৎসাহিত করুন  প্রতিদান এল এস বি মিডিয়া/ নিউজ কোম্পানি  গাজী মোস্তফা কামাল পি ক্রাইম নিউজ  কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর  মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু  হয়েছে। এর মধ্যে পুলিশ দুই যুবক টুকাইএর পরিচয় পেয়েছে একজন অজ্ঞাত রয়েছে। তবে পুলিশের ধারণা অপর জনও টুকাই হবে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  সোহেল রানা মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।  সিলেট  থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন পথের ডাউন লাইনের ১৬২/০১ এর  কু...

নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনগণের দল আগামী সম্ভাবনার বাংলাদেশ চায়

Image
 ধারাবাহিক নিউজ  : পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার,  প্রতিদান এল এস বি মিডিয়া/ নিউজ কোম্পানি ২৩ এপ্রিল ২০২৫  সকল রাজনৈতিক দল নতুন সম্ভাবনার বাংলাদেশ চাই  সেই মোতাবেক করতে কি তার নিজ  অবস্থান থেকে আচার-প্রচারণা শুরু করেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ নতুন দল  গুলো আত্মপ্রকাশের মাধ্যমে   নিজ দলের অবস্থান তৈরি করতে  জেলা  ও  উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সিটি কর্পোরেশন কমিটি অনুমোদন প্রস্তুতি কার্যক্রম চলছে।  এরই ধারাবাহিকতা রাখতে বাংলাদেশ জনগণের দল যার সংক্ষেপে বলা হয়  বাজদ দলটি ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম দলীয়ভাবে হাতে নিয়েছে একান্ত সাক্ষাৎকারে  দলটির মুখপাত্র   বলে  জনাব,  এইচ এম রেজাউল করিম খোকন  দলকে শক্তিশালী করতে আমরা অনেকগুলো পদক্ষেপ  হাত নিয়েছি।  আমরা ক্ষমতার জন্য  লড়াই করছি না  আমরা চাই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করক। যারা এদেশ ধর্ষণের মতো লোককে প্রশ্রয় দেয় তাদের  শাস্তি  জনসম্মুখে হতে হবে এই সরকারের কাছে আহ্বান । আপডেট নিউজ থেকে ভিজিট করুন পি ...

বাংলাদেশ ফটো জার্নালিস্ট মানববন্ধন সমাবেশ করে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে

Image
 আপডেট নিউজ : বিশেষ প্রতিনিধি ঢাকা মোঃ জুয়েল মিয়া পি ক্রাইম নিউজ ২৩ এপ্রিল ২০২৫ বুধবার   বাংলাদেশ ফটো জার্নালিস্ট  এসোসিয়েশনের এর উদ্যোগে    মানববন্ধন কর্মসূচি পালন জাতীয় প্রেসক্লাবের সম্মুখে নেতারা বক্তব্য রাখে।  প্রতিদান এল এস বি  মিডিয়া / নিউজ কোম্পানি  আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫

দেশের বাজারে স্বর্ণের দামের ইতিহাস

Image
 আপডেট নিউজ : বিশেষ প্রতিনিধি ঢাকা পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার। ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার  / বৈশাখ ১৪৩২/ হিজরী ১৪৪৬ দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড, ভরি কত? দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।  আপডেট নিউজ পেতে ভিজিট করুন  পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫ প্রতিদান এল এস বি  মিডিয়া নিউজ /কোম্পানি 

কুমিল্লা জেলার গোমতী নদীতে বড় জাতের বোয়াল মাছ ধরা পড়েছে।

Image
আপডেট নিউজ : গাজী মোস্তফা কামাল  জেলা প্রতিনিধি কুমিল্লা পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার। ২১ এপ্রিল ২০২৫  কুমিল্লার গোমতী নদীর চরের অংশে পানি প্রবেশ করায়, ধরা পরছে বিভিন্ন সাইজের বোয়াল মাছ। বড় জাতের বোয়াল মাছ  গাজী মোস্তফা কামাল পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার জেলা প্রতিনিধি কুমিল্লা  কুমিল্লায় বুড়িচং ব্রাক্ষণপাড়া  গতো বন্যায় বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয় এতে নদীতে থাকা পানির সাথে বিভিন্ন প্রজাতির মাছ  লোকালয়ে খাল বিলে প্রবেশ করে বর্তমানে চৈএের খরায় খাল বিলের পানি শুকিয়ে যাওয়ায় মাছ চাষিরা পানি সেচ করে  এতে ভিবিন্ন দেশিয় মাছ যেমন শিং কই,টাকি এর সাথে বড় বড় সাইজের বোয়ালমাছ চিতল মাছ পাওয়াযায়, গতোকাল কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলায় টাটেরা গ্রামে মাছ চাষী রুহুল আমিন এবং বাবুল  মাছ ধরতে দেখা যায় বড় বড় বিভিন্ন দেশিয় মাছ পাওয়ায়  মাছ চাষিরা অনেক খুশি ও আনন্দিত, বড় জাতের চিতল মাছ  আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫  প্রতিদান এল এস বি  মিডিয়া নিউজ কোম্পানি 

ঢাকা মতিঝিলের বেহাল দশা

Image
 আপডেট নিউজ : বিশেষ প্রতিনিধি ঢাকা  পি ক্রাইম নিউজ ২১ এপ্রিল ২০২৫ সোমবার ১৪৩২ বৈশাখ / ১৪৪৬ হিজরী ঢাকা শহরে ব্যস্ততম এলাকা মতিঝিল ব্যাংক পাড়া বললে সবাই চিনে  এই মতিঝিলে  রিক্সা  চালকরা  গোল চত্বরে প্রস্রাব করে  জনজীবন ও পরিবেশ নষ্ট করছে।  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন   আওতাধীন  মতিঝিল বক চত্বর  বেহাল অবস্থা  দেখার কেউ নেই। আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫

কুমিল্লায় ধান কাটার উৎসব

Image
 আপডেট নিউজ : গাজী মোস্তফা কামাল  জেলা প্রতিনিধি কুমিল্লা, ২১ এপ্রিল  ২০২৫ সোমবার  ১৪৩২  বৈশাখ  / ১৪৪৬ হিজরী  কুমিল্লায় বোরো ধান কাটার উৎসব  কৃষকের মুখে হাসি   কুমিল্লায় বোরো চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে  গাজী মোস্তফা কামাল পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫ কুমিল্লায় শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। ধান কর্তন ও ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার কৃষকরা। সোনালি ধানে হাসি ফুটিয়েছে তাদের মুখে। তবে এ বছর গোমতী ও সালদানদী ভাঙা পড়ে ব্রাহ্মণপাড়া,বুড়িচং, চৌদ্দগ্রাম, দেবিদ্বার উপজেলায় বন্যার পানিতে তলিয়ে যায়। ফলে কৃষক সর্বস্বান্ত হয়ে পড়ে। এ পর ও প্রতিকূলতার মাঝে গুরে দাড়িয়েছে কুমিল্লার কৃষকরা।  কৃষিসংশ্লিষ্টরা বলছেন, উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে। এর ফলে একই জমিতে তিনটি ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। এতে আর্থিকভাবে লাভবান হবে কৃষকরা। এর মধ্যেও কুমিল্লার উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় জমিতে এখন শোভা পাচ্ছে আগাম জাতের বোরো ধান। সোনালি ধানের ঘ্রাণে ভরে আছে মাঠ।  বন্যার পরবর্তী সময়ে কুমিল্লায় আ...