কুমিল্লা ময়নামতিতে ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ
আপডেট জেলা নিউজ : গাজী মোস্তফা কামাল জেলা প্রতিনিধি কুমিল্লা ২৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে রোববার ১৪৩২ বৈশাখ / ১৪৪৬ হিজরী
কুমিল্লা ময়নামতি সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষ ১ জন নিহত
আহত ২ জন।
গাজী মোস্তফা কামাল জেলা প্রতিনিধি কুমিল্লা
ইউনিয়ন কাটা জাঙ্গাল এলাকায় সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে ১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ২ জন।
বুড়িচং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও ময়নামতি হাইওয়ে থানা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনা ঘটেছে আজ দুপর ১২ টার সময়। একজন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার কামারগাও গ্রামের গোলাম মোস্তফা ছেলে সারওয়ার হোসেন। আহত ড্রাইভার ও এক যাত্রী কে গুরুতর রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাতক বাস কুমিল্লা শাসনগাছা থেকে থেকে চলাচল কারী রয়েল কোচ বাসটি আটক করা হয়েছে। হেলাপার ও ড্রাইভার পালিয়ে গেছেন। ময়নামতি হাইওয়ে থানা সাব ইন্সপেক্টর আনিছুর রহমান লাশ উদ্ধার করেন। আহতদের দেখতে কুমেক হাসপাতালে যান।
বাস ও সিএনজি চালকের ড্রাইভিংলাইসেন্স পাওয়া যায়নি। স্থানীয় হাসান মিয়া, লালন হায়দার চেয়ারম্যান বলেন, কুমিল্লা সিলেট মহাসড়ক হাইওয়ে সিএনজি চলাচল নিষিদ্ধ তাঁর পরও বেপরোয়া গতিতে সিএনজি চলছে হাইওয়ে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেননি। টাকা খেয়ে হাইওয়ে ওসি এই সিএনজি গুলো চলাচলের সুযোগ করে দিচ্ছেন। স্থানীয় হাসান মাহামুদ ও শামীম মেম্বার বলেন, কুমিল্লা শাসনগাছা বাসটার্মিনাল থেকে কোম্পানিগুন্জ পযন্ত ১০০ গাড়ি চলাচল করে যাহা কোন বৈধ কাগজ পত্র ডাইভিং লাইসেন্স নেই ড্রাইভারদের। জেলা প্রশাসক ও বিআর টি কিছু অসাধু কর্মকর্তা ঘুষ খেয়ে এই সকল গাড়ি চলাচলের সুযোগ করে দিচ্ছেন।
এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
আপডেট নিউজগুলোতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫
Comments
Post a Comment