ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন যানবাহন ভ্রাম্যমান আদালত জরিমানা করে
জেলা নিউজ কুমিল্লা : গাজী মোস্তফা কামাল জেলা প্রতিনিধি কুমিল্লা পি ক্রাইম নিউজ ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে বুধবার ১৪৩২ বৈশাখ ১৪৪৬ হিজরী
প্রতিদান এল এস বি / মিডিয়া নিউজ কোম্পানি
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা
গাজী মোস্তফা কামাল জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন যানবাহনে কাগজপত্র না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। গতকাল ৩০ এপ্রিল (বুধবার) উপজেলার ব্রাহ্মণপাড়া (সদর) সিএনজি স্টেশনে এ জরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মাহমুদা জাহান। অভিযানের সহযোগিতা করেন বি আর টি এ এর রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, ট্রাক ও সিএনজির বৈধ কাগজ পত্র না থাকায় যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার (সদর) সিএনজি স্টেশনে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এ সময় ৯ টি সিএনজি ও ১ টি লড়ি ট্রাককে মোট ৩৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
আপডেট নিউজ পেতে ভিজিট করুন পি ক্রাইম নিউজ মিডিয়া নিউজ পরিবার ২০২৫
এ ধরনের যানবাহনের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান । এ সময় ব্রাহ্মণপাড়া থানার এ এস আই কামরুজ্জামান এর নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।
Comments
Post a Comment