কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় সাংবাদিকদের মত বিনিময় সভা ২০২৫

 জেলা নিউজ 

মঙ্গলবার  ০৯/০৯/২০২৫ খ্রিস্টাব্দে 

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রতিবেদনে : গাজী মোস্তফা কামাল 

জেলা প্রতিনিধি কুমিল্লা,  পি ক্রাইম নিউজ 





সত্যের পক্ষে একঝাঁক কলম সৈনিকের সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সকল কর্মরত ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আবদুল আলীম খানের সভাপতিত্বে সঞ্চালনায় করেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন।


সভায় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন, মোঃ ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল,


দপ্তর সম্পাদক শরীফ খান আকাশ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, কার্যনির্বাহী সদস্য জসিমুল করিম ভূইয়া, হুমায়ন কবির ও গোলাম মোঃ বাকী প্রমূখ।


সভায় বক্তারা বলেন,সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। দেশ ও জাতির কল্যাণে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও এ দায়িত্ব পালন করে যাবে।


সভায় কর্মরত সাংবাদিকবৃন্দ আগামী দিনে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মরত সাংবাদিকরা।



Comments

Popular posts from this blog

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ২০০০ ব্যাচ ২৫ বছর পুর্তি উদযাপন

ধানমন্ডি ৩২ নং বাড়িটি ভেঙে ফেলছে