ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার পণ্য আটক বাংলাদেশ

 সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ


গাজী মোস্তফা কামাল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। 

পি ক্রাইম নিউজ  ১৫/১০/২০২৫ খ্রিস্টাব্দে 

পি ক্রাইম নিউজ 



 সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল (১৫ অক্টোবর) বুধবার  ০২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এখানে উল্লেখ্য, ০১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ী এবং ০১ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, খাদ্য সামগ্রী, বাঁজি রয়েছে।  

বিষয়টি নিশ্চিত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি। তিনি আরো বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।



Comments

Popular posts from this blog

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ২০০০ ব্যাচ ২৫ বছর পুর্তি উদযাপন

ধানমন্ডি ৩২ নং বাড়িটি ভেঙে ফেলছে