কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার মামুনের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা

 ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের মনোনয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ 


গাজী মোস্তফা কামাল,, 

জেলা প্রতিনিধি কুমিল্লা,, পি ক্রাইম নিউজ 

 শনিবার ০৮,১১,২০২৫ খ্রিস্টাব্দে 

পি ক্রাইম নিউজ 



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপি থেকে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তার কর্মী, সমর্থক ও নেতাকর্মীরা। গতকাল ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের টাটেরা অঞ্চলে এ  বিক্ষোভ সমাবেশ করেন তার কর্মী ও সমর্থকেরা।


এ সময় কুমিল্লা-মিরপুর সড়কে আধা ঘন্টা যাবত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল আল মামুন প্রধান উপদেষ্টার আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিল এর এডুকেশন কমিটির চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন যাবত এলাকায় গণমানুষের সাথে সম্পৃক্ত


থেকে সাধারণ মানুষের পাশে আছেন। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের কর্মী সমর্থকগণ


ঘোষিত এই মনোনয়ন পরিবর্তন করে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে মনোনয়ন দেওয়ার জন্য বিভিন্ন প্লেকার্ড ও স্লোগান দেন।


এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মতিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান, খোরশেদ আলম লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান ভূইয়া দিদার, এডভোকেট মফিজুল ইসলাম, মোস্তফা কামাল, আবুল বাসার, আকরামুল ইসলাম, নাসির, জাহাঙ্গীর আলম, জয়নাল হাজারী, আবুল বাসার, বিএনপির নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া,গাজী মোঃ ইসরাফিলসহ উপজেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা।

প্রতিদান এল এস বি মিডিয়া নিউজ কোম্পানি কর্তৃক প্রকাশিত। 



Comments

Popular posts from this blog

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ২০০০ ব্যাচ ২৫ বছর পুর্তি উদযাপন

ধানমন্ডি ৩২ নং বাড়িটি ভেঙে ফেলছে